ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

বর্তমান বিশ্বের ডায়াবেটিস অত্যন্ত কমন এবং ভয়ানক রোগ।  বৃদ্ধ এবং মাঝারি বয়সী মানুষের আর কোন রোগ পাওয়া যাক আর না যাক  বেশিরভাগ  লোকেরই ডায়াবেটিস সমস্যা রয়েছে ।ডায়াবেটিস একটি বিপাজনিত রোগ। আমাদের রক্তে যখন ইনসুলিনের মাত্রা কমে যায় এবং গ্লুকোজ এর মাত্রা বেড়ে যায় তখন আমরা তাকে ডায়াবেটিস করি। এটি আমাদের দেহের  রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। একবার ডায়াবেটিস হয়ে গেলে এটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব না নিয়মতান্ত্রিক জীবন যাপন ও খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণের রাখার মাধ্যমে আমরা চাইলে এই ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে পারি

ডায়াবেটিস রোগীর কাঁটাস্থান না শুকানোর কারণঃ- 

যেহেতু ডায়াবেটিস হলে রক্তের ইনসুলিন তৈরি হতে পারে না এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাই শ্বেত রক্তকণিকারা সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ শরীর ব্যাকটেরিয়া দের সাথে লড়াই করতে পারে না। ডায়াবেটিস হলে রক্ত খুবই ধীরে ধীরে প্রবাহিত হয়। এর ফলে কাঁটা স্থানে পর্যাপ্ত পুষ্টি প্রদান করা সম্ভব হয় না। তাই একজন ডায়াবেটিস রোগীর  কাঁটা স্থান বা কাটা ঘা দ্রুত শুকাতে চায় না। 

মাঝে মাঝে ডায়াবেটিস  রোগীর পায়ে বিভিন্ন রকমের ক্ষত দেখা দেয় বা কাটা ঘা দেখা দেয়। 

যেহেতু আমরা সকলেই জানি ডায়াবেটিসের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের থেকে অনেকটাই কম। ফলে সাধারণভাবেই ডায়াবেটিস আক্রান্ত রোগীর  ক্ষত ঘা শুকায় না ফলে বেশিরভাগ সময় অনেক ভোগান্তির দেখা দেয়।

সাধারণত ডায়াবেটিস রোগীর পায়ে অনেক ছোট ছোট  ক্ষত দেখা দেয়। যদি এর  যথাযথ সময় চিকিৎসা না করা হয় তবে সেই ছোট ঘা থেকে আলসার সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে সেটি সম্পূর্ণ পায়ে ছড়িয়ে গেলে ডায়াবেটিস রোগীর সেপসিস হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। সচারচর হাঁটার সময় আমাদের পায়ে যে পয়েন্টগুলোতে বেশি প্রেসার পরে সেখানে এই ঘা হওয়ার সম্ভাবনা থাকে।বিভিন্ন মানুষ ভেদে এই ঘা ছড়িয়ে পড়ার সময়ের ব্যবধান থাকে।  কারো কারো ক্ষেত্রে এই ঘা খুবই দ্রুত ছড়ায় আবার কারো কারো ক্ষেত্রে ছড়াতে খুব কম সময় নেয়। সময়ের ব্যবধান যাই হোক না কেন আমাদের উচিত বিশেষ সর্তকতা অবলম্বন করা এবং এ ধরনের সমস্যায় যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া।


ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla


ডায়াবেটিস রোগীর পায়ের ঘা  শুকাতে করণীয়ঃ-


ডায়াবেটিস  রোগীর পায়ের ঘা শুকাতে আমাদের বিশেষ  কিছু দিক মেনে চলতে হবে যেমনঃ-

১) একজন ডায়াবেটিস রোগীর অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

২) ক্ষত জায়গায় যেন কোনরকম ময়লা বা পুঁজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর নিয়মিত ড্রেসিং করাতে হবে। 

৩) পায়ের ক্ষত বাড়তে দেয়া যাবে না।

৪) যদি ক্ষতস্থানে বেশি পুজ  হয় বা পচে যায় যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে

৫) ডাক্তারের পরামর্শ ব্যতীত ক্ষতস্থানে বাপায়ের ঘা তে কোনরকম মলম ব্যবহার করা বা ওষুধ খাওয়া যাবেনা।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা প্রতিরোধের উপায়ঃ-

১)পায়ের যত্ন নিতে হবে।

২) স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে

৩) ডায়াবেটিস রোগীর খাওয়া যাবেনা এমন খাবার গুলো এড়িয়ে চলতে হবে।

৪)  শক্ত জুতা ব্যবহার করা যাবে না।

৫) ধূমপান সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

৬) নিয়মিত কিছু সময় ধরে নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হবে।

৭) একটি নির্দিষ্ট সময় ধরে হাঁটাচলা করতে হবে।

৮) নখ কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। 

৯)পায়ের আদ্রতা বজায় রাখতে হবে পা যেন বেশি শুষ্ক না থাকে। 



টি ট্রি ওয়েলঃ-টি ট্রি ওয়েলে  বিভিন্ন ধরনের এন্টি ব্যাকটেরিয়া ও এন্টিফাঙ্গালের উপাদান থাকে যা কোন ক্ষত তে ঘা হতে দেয় না। তাই চাইলে ডায়াবেটিসের রোগীরা পায়ের ঘা তে চাইলে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারে।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

হাইড্রোজেন পারঅক্সাইডঃ-  হাইড্রোজেন পারঅক্সাইড যে কোন ক্ষত থেকে ঘা সরাতে সাহায্য করে এবং ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। ফলে ডায়াবেটিস রোগীরা পায়ের ঘাতে ব্যবহার করতে পারে।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা

নিম তেলঃ- ডায়াবেটিস রোগীর পায়ের ঘা সরাতে নিম তেল খুবই উপকারী ভূমিকা পালন করে। কারণ নিম তেলে আছে অ্যান্টিফাঙ্গালের মত উপাদান যা পায়ের ঘা শুকাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা চাইলে পায়ে ঘা শুকাবে  মিমের নির্যাস বা নিম তেল ব্যবহার করতে পারে।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

পাউডারঃ- একজন ডায়াবেটিস রোগীর পায়ের ঘা তে চাইলে কর্ন স্টার্চ, বেবি পাউডার, ট্যালকম পাউডার  ব্যবহার করা যেতে পারে। পাউডার ব্যবহারের ফলে পায়ের আদ্রতা ঠিক থাকে। এটি পায়ের আদ্রতা ঠিক রাখে পা  ঘামতে দেয় না ও পায়ে ব্যাকটেরিয়া বা ছত্রাক তৈরি হতে বাধা দেয়।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

রসুনঃ- একজন ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকাতে রসুন ব্যবহার করা যেতে পারে। ডায়াবেটিসের রোগী পায়ের ঘাতে যদি সাত দিনে প্রতিদিন দিনে দুবার করে সাত দিন টানা  রসুনের নির্যাস ব্যবহার করে তবে ভালো ফলাফল পাবে।


ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

পায়ের পরিছন্নতাঃ- এর একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে অবশ্যই তার ক্ষতস্থান বা ঘা পরিষ্কার রাখতে হবে এর ফলে সেখানে ব্যাকটেরিয়া জানতে পারে না ও ঘা থেকে মুক্তি দেয়। 

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

জুতা বা মোজাঃ- সারাদিন যদি কোন ব্যক্তি জুতা বা মোজা পরে থাকে তবে তার উচিত বাড়ি ফিরে পায়ে ঠান্ডা বাতাস  লাগতে দেয়া তার মাথায় পায়ে ঘা হয়।

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

জুতা ব্যবহারে সতর্কতাঃ-আমাদের অবশ্যই জুতা ব্যবহারে সতর্ক থাকতে হবে। কখনোই পা  য়ে অস্বস্তি বোধ হয় এমন জুতা বা কোন টাইট জুতা পড়া যাবে না। এতে পায়ে ঘা হতে পারে। 

ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

নখঃ- পায়ের ঘাতে  বা ক্ষতস্থানের আশেপাশে কখনোই নখ লাগানো যাবে না। এতে করে আমাদের হাতেও জীবাণু লেগে ঘা হতে পারে।


ডায়াবেটিস রোগীর পায়ের ঘা শুকানোর উপায়/How To Care For Diabetic Foot Ulcer Bangla

Read More>>জিহ্বায় ঘা হলে কি করনীয়


যদি আমাদের হাতে বা পায় কোন ক্ষত বা ঘা হয় তাহলে অবশ্যই সেটি নিয়ে বসে থাকা যাবে না যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ক্ষত বা ঘা যেন তাড়াতাড়ি শুকায় এমন খাবার খেতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত সেনসিটিভ তাদের ক্ষেত্রে আরও বেশি যত্ন নিতে হবে এবং সতর্ক থাকতে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ