মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

মুখের বিচির সমস্যা সকলের জন্য খুবই বিরক্তিকর একটি সমস্যা।চেহারার মাধ্যমে আমাদের সৌন্দর্য প্রকাশ পায়। সেই চেহারায়  যদি প্রচুর পরিমানের বিচি এবং থাকে তাহলে তা দেখতে মোটেও ভালো না। আমাদের সকলের প্রত্যাশা  একটি বিচিহীন  ও ব্রণহীন চেহারা।

মুখের বিচি কমানোর উপায় জানার আগে জানতে হবে কেন মুখে বিচি হয়। যখন আপনার ত্বকের ছিদ্রগুলি তেল এবং মৃত ত্বকের কোষে আটকে জায় তখন মুখে বিচি বা ব্রণ হয়ে থাকে।  


মুখের বিচি থেকে মুক্তি পেতে কিছু টিপসঃ-

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe


১) প্রতিদিন কমপক্ষে ৯-১০ গ্লাস পানি পান করুন।

২) প্রতিদিন রাতের খাবারের পর যেকোনও ধরনের মৌসুমি ফল খান। এটি আপনার ত্বককে সতেজ রাখবে। যতটা সম্ভব তেলযুক্ত বা ফাষ্ট ফুড জাতীয় খাবার পরিহার করুন।

৩) সব সময় বাইরে থেকে আসামাত্র মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া হালকা গরম পানির স্টীম নিতে পারেন। এতেকরে ত্বকে জমে থাকা ধূলোবালি পরিষ্কার হয়ে যাবে।

৪) আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে মুখের বিচি খোটার বাজে অভ্যাস রয়েছে।আমাদের বুঝতে হবে এটা কোন সমাধান না। 

উল্টো এতে মুখের বিচি অবস্থা আরও খারাপ হবে। এর ফলে মুখের বিচি গুলো লাল হয়ে যাবে। এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি করবে। মুখের বিচি না যাওয়া পর্যন্ত মেক-আপ ব্যবহার না করাই উচিত। দিনে অন্তত দুই বার তেল-মুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

মুখের বিচি কমানোর উপায়ঃ-

সাধারণত আমাদের ত্বকের উজ্জ্বলতা কয়েকটি কারণে ব্যাঘাত ঘটে তার মধ্যে ব্রন বা বিচি অন্নতম।বিচির কারনে ত্বকে অনেক ক্ষত ও দাগ হয়ে থাকে। যেটা সবার জন্য একটি দুরচিন্তার কারন। তবে আমাদের ত্বকে নিয়মিত যত্ন নিলে মুখের বিচি কমানো যায় খুব সহজে।

১। মুখের বিচিতে বরফ এর ব্যবহারঃ-খুব তারাতারি মুখের বিচি কমাতে প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাতলা কাপড়ে বরফ মুড়ে বিচির উপর সেঁক দিন। এতে বিচির ফোলাভাব কমে যাবে।

তারপর টি-ট্রি অয়েল, স্যালিসিলিক অ্যাসিড বা বেনজয়েল পারোক্সাইড আঙুল দিয়ে বিচির উপর লাগিয়ে নিন। এভাবে সারারাত রাখলেই বিচি কমে যাবে।

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

২। মুখের বিচিতে গ্লিসারিন ব্যবহার করুনঃ-ত্বকের জন্য খুবই উপকারী গ্লিসারিন। এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি হাইড্রেট করতেও সাহায্য করে। 

একটি পাত্রে গোলাপ জল ও কয়েক ফোঁটা লেবুর রস ও একটু গ্লিসারিন মিলিয়ে নিন। একটি বোতলের ঢেলে ফ্রিজেও রাখতে পারেন। প্রতিদিন একবার ব্যবহারে মুখের অবাঞ্ছিত বিচি ও দাগ দূর হবে। এটি মুখে লাগানোর জন্য তুলোর ব্যবহার করুন। 

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

৩। মুখের বিচিতে শসার রস ব্যবহার করুনঃ-শসা মুখের বিচির সমস্যা দূর করতে দারুন কার্যকরী। এতে থাকা ভিটামিন এ, ডি, ই ত্বকের জন্য খুবই উপকারী। ভাল ফলাফল জন্য শসার পেস্ট মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট পর মুখটা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

৪। তুলসি পাতার রসঃ-মুখের বিচির জন্য তুলসি পাতার রস খুব উপকারী। কারণ তুলসি পাতায় আছে আয়ূরবেদিক গুণ। শুধুমাত্র তুলসি পাতার রস বিচিতে আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

৫। ঠাণ্ডা পানিতে মুখ ধোয়াঃ-ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। যা আপনার মুখের বিচি কমাতে বেশ কার্যকর। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজটি করতে পারেন। 

মুখের বিচি কমানোর উপায়/ Mukher Dag Kivabe Jabe

এই সকল পদ্ধতিগুলো সঠিকভাবে অবলম্বন করলে আশা করি খুব ভালো ফলাফল পাওয়া যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ