চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla



আমাদের নিজেকে সুন্দর ও আকর্ষণীয় রাখার প্রথম শর্ত হলো  দাগ হীনউজ্জ্বল ত্বক। সে ক্ষেত্রে কেবল আমাদের চেহারার কালো দাগ দূর করে উজ্জ্বল রাখাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমাদের উচিত চেহারার পাশাপাশি হাত ও পায়ের বিষের যত্ন নেয়া। বর্তমান বিশ্বে আমাদের টিকে থাকার জন্য সারাদিন রাত পরিশ্রম করতে হয়।  এর ফলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয়। আমাদের চামড়ার উজ্জ্বলতা কমে যায়। এর ফলে আমাদের সৌন্দর্য নষ্ট হয়।  তাই আমাদের উচিত আমাদের চামড়ার যত্ন নেয়া।


আমরা যখন দিনের বেলা সূর্যের আলোয় ঘোরাঘুরি করি তখন প্রচন্ড তাপে  আমাদের চামড়ায় কালো বা  কালচে বাদামী ছাপ পরে। এর ফলে যখন আমাদের হাতের চামড়ায় কালচে ছোপ পড়ে  তখন কোন অর্নামেন্ট যেমনঃ- আন্টি,  ঘড়ি, চুরি কোনটি আমাদের হাতে মানায় না। ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 


চামড়ায় কালো দাগ পড়ার কারণঃ-


১) বিভিন্ন ধরনের রোগের কারণে চামড়ায় কালো দাগ পরে।

২) পেইন কিলার জাতীয় ওষুধ খেলে অনেক সময় চামড়ায় কালো  দাগ পরে।

৩) অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার ফলে মানুষের চামড়ায় ব্রণ উঠে এর ফলে কালো দাগ পড়ে।

৪)  অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে রক্ত জমাট বেধে  চামড়ায় কালো দাগ পড়তে পারে

৫) মেছতার  ফলে অনেক সময় আমাদের ত্বকে কালো দাগ পড়ে।

৬)অনেক সময় এলার্জিজনিত কারণে ত্বকে কালো দাগ পরে।

৭)সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে অনেক সময় চামড়ায় কালো দাগ পরে।

৮) অনেক সময় ডায়াবেটিসের কারণেও চামড়ায় কালো দাগ পড়ে।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla


 চামড়ার কালো দাগ দূর করার উপায়ঃ-



লেবু:- রূপচর্চায় লেবু বহুল ব্যবহৃত একটি জিনিস। এটি আমাদের চামড়ার বিভিন্ন দাগ দর করে তাই আমরা চাইলে একটি লেবুর টুকরা নিয়ে ছোলা সহ  আলতো হাতে হাতে-পায়ের কালো দাগে  মাসাজ করতে পারি।এছাড়া লেবুর  টুকরোটিতে কিছু পরিমাণ চিনি নিয়ে আমরা আলতো হাতে আমাদের চামড়ার কালো দাগে ব্যবহার করতে পারি। এটি আমাদের চামড়ার জন্য স্ক্রাব হিসেবে কাজ করে।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

মধুঃ- মধু রূপচর্চায় ব্যবহৃত প্রচুর উপকারী এবং কার্যকরী  উপাদান আমরা চাইলে বিভিন্ন 
ফেইসপ্যাক এর সাথে মধু মিশিয়ে চামড়ায় লাগাতে পারি।এছাড়াও আমরা চাইলে লেবুর সাথে সামান্য পরিমাণ  মধু মিশিয়ে চামড়ার কালো দাগে লাগাতে পারি।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

চালের গুড়াঃ- চালের গুড়া আমাদের চামড়াকে পরিষ্কার, উজ্জল এবং টানটান করতে সাহায্য করে। তাই আমরা চাইলে চালের গুড়া কে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারি।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla


তরমুজঃ- আমরা চাইলে এটি  তরমুজের কিছুটুকু কেটে ব্লেন্ড করে তার সাথে কিছু চালের গুঁড়ো  মিশিয়ে গোসলের 15 থেকে 20 মিনিট আগে লাগিয়ে এরপর ১৫ থেকে ২০ মিনিট পর গোসল করে নিতে পারি। এতে ভালো ফলাফল পাওয়া যায়। 

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

পেঁপেঃ- আমরা চাইলে একটি পেঁপের ব্লেন্ড করে তার সাথে দুই চামচ বেসন বা চালের গুড়ো মিশিয়ে চামড়ার কালো দাগে লাগাতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla


বেসনের পেস্টঃ- বেসন রূপচর্চার জন্য বা কোন চামড়ার কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা চাইলে বেসনের সাথে লেবুর রস বা তরমুজের রস ব্যবহার করতে পারি। এতে চামড়ার কালো দাগ দূর  করা খুবই সহজ হয়।


চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

হলুদের গুঁড়োঃ- হলুদের ঘরে একদিকে যেমন এন্টিবায়োটিক হিসেবে কাজ করে ঠিক তেমনি চামড়ার কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইলে হলুদের  গুড়োর সাথে এক টেবিল চামচ লেবুর রস অথবা পানি মিশিয়ে চামড়ায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করে শুকিয়ে এরপর ধুয়ে ফেলতে পারি। এর ফলে আমাদের চামড়ার কালো দাগ দূর হবে। 

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

অ্যালোভেরা জেলঃ-  চুল এবং চামড়ার যত্নে এলোভেরা জেলের কোন তুলনা নেই।  আমরা চাইলে এলোভেরা জেল 15 থেকে 20 মিনিট রোদে পোড়া চামড়ায় লাগিয়ে রাখতে পারি। এর ফলে আমাদের চামড়ার কালো দাগ দূর হবে।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

টক দইঃ- আমাদের শরীরের জন্য ও চামড়ার জন্য টক দই খুবই উপকারী একটি উপাদান।আমরা চাইলে রোদে পোড়া কালো চামড়ায় গোসলের পূর্বে টক দই দিয়ে মাসাজ করে ৫-৭ মিনিট রেখে দিয়ে  কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারি। এতে আমাদের চামড়ার কালো দাগ দূর হবে।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

কমলার খোসাঃ- কমলার খোসা ত্বক পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা চাইলে কমলার খোসা করারও রোদে শুকিয়ে এরপর পাউডার করে সংরক্ষণ করতে পারি। এরপরে এর সাথে সামান্য পরিমাণ গরুর দুধ মিশিয়ে চামড়ার কালো দাগ এলাকাতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

আলুঃ- রোদে পোড়া চামড়ার কালো দাগ দূর করতে আলু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইলে আলোকে ব্লেন্ড করে রস বের করে। তার সাথে লেবুর রস মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য  চামড়ার কালো দাগে লাগাতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়। 

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

নারিকেল তেলঃ- চামড়ার কালো দাগ দূর করতে নারিকেল তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইলে রাতের বেলা চামড়ার কালো থাকে নারিকেল তেল ব্যবহার করতে পারি।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

কফিঃ- কফি আমাদের চামড়ার কালো দাগ ও ওপেন পোর্সের সমস্যা  দূর করে। আমরা চাইলে সামান্য পরিমাণ কফি পাউডারের সাথে কিছু পরিমাণ এলোভেরা জেল বা মধু মিশিয়ে চামড়ার কালো দাগ লাগাতে পারি।  এটি খুবই কার্যকর ভূমিকা পালন করে।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

ভিটামিন ই তেলঃ- ভিটামিন ই তেল চামড়ার যত্নে গুরুত্বপূর্ণ এবং কার্যকর। আমরা চাইলে রাতের বেলা ভালো করে ত্বক পরিষ্কার করে কিছু পরিমাণ ভিটামিন ই তেল ম্যাসাজ করতে পারি।

চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

টমেটোঃ- টমেটো আমাদের জন্য ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে। আমরা চাইলে কোন ফেসপ্যাক এর সাথে টমেটো ব্লেন্ড করে মিশিয়ে চামড়ার পোড়া কালো দাগে দিতে পারি। এসে আমাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 


চামড়ার কালো দাগ দূর করার উপায়/Skin Whitening Tips Bangla

একটু উজ্জ্বল  দাগ মুক্ত মসৃণ  চামড়া প্রতিটি মানুষেরই কাম্য।চামড়া কে সুন্দর উজ্জ্বল বানানোর জন্য সেই জন্য বাজারে নানা ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম পাওয়া যায় যা আমাদের চামড়া কে ইনস্ট্যান্ট সুন্দর করলেও  সেগুলো আমাদের চামড়ার উপর দীর্ঘস্থায় একটি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই আমাদের উচিত বাজারের এইসব ক্রিম ব্যবহার না করে ঘরোয়া উপায়ে চামড়ার কালো দাগ দূর করার চেষ্টা করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ