থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>রক্ত দেয়ার পর কি খাওয়া উচিত

থ্যালাসেমিয়া একটি জন্মগত রোগ। থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া আসলে এটা তার মূল চিকিৎসা নয়।  রক্ত দিয়ে  থ্যালাসেমিয়া রোগীকে কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। থ্যালাসেমিয়া কোন  ছোঁয়াচে রোগ নয়। শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি। শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে যায় এবং রক্তে হিমোগ্লোবিন কমে যায় ।

থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার ফলে যে সমস্যাগুলো হয়ঃ-


থ্যালাসেমিয়া রোগীদের শরীরে রক্ত দেওয়ার ফলে অতিরিক্ত আয়রন জমা হয়। রক্তে যে আয়রন থাকে  থ্যালাসেমিয়া রোগের শরীরে দেওয়ার পরে  শরীর থেকে অতিরিক্ত আয়রন বের হওয়ার কোন রাস্তা থাকে না। কারণ থ্যালাসেমিয়া রোগের শরীরে সরাসরি রগের ভিতরে রক্ত দেওয়া হয়।  এটি এরকম আয়রন নয় যে সে খাওয়ার পরে বাথরুমের সাথে বের হয়ে যাবে। থ্যালাসেমিয়া রোগীদের অতিরিক্ত আয়রন গুলি লিভারে জমতে শুরু করে,  হার্টে জমিতে শুরু করে এবং বিভিন্ন স্তরে জমতে থাকে । যার ফলে থ্যালাসেমিয়া রোগীদের শরীর আরো বেশি অসুস্থ হতে  পারে।

 

থ্যালাসেমিয়া রোগীদের সবসময় রক্ত নেওয়ার ফলে যে রোগে আক্রান্ত হয়ে থাকেঃ-


১) থ্যালাসেমিয়া রোগীদের হার্ট অ্যাটাক হতে পারে। 


২) থ্যালাসেমিয়া রোগীদের লিভার নষ্ট হতে পারে।


৩) থ্যালাসেমিয়া রোগীরা থাইরয়েড রোগে আক্রান্ত হতে পারে।


৪) থ্যালাসেমিয়া রোগীদের শরীরে রক্তশূন্যতা হতে পারে। 


৫) থ্যালাসেমিয়া রোগীদের শরীরে গ্রোথ কম হয়ে থাকে।


৬) থ্যালাসেমিয়া রোগীদের শরীরে  বয়ঃসন্ধিকালের পরিবর্তন কম হয়ে থাকে। 


৭)থ্যালাসিমের রোগীদের শরীরের হাড় দুর্বল হয়ে যায়। 


৮) থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হাড় ক্ষয় দেখা দিতে পারে। 


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>ডাবের পানির উপকারিতা

থ্যালাসেমিয়া রোগীকে শুধু রক্ত দিয়ে থেমে থাকবেন না।  থ্যালাসেমিয়া রোগের সঠিক চিকিৎসা হওয়ার জন্য অবশ্যই একটি অভিজ্ঞ  ডাক্তার দেখাতে হবে। এবং সে অনুযায়ী চিকিৎসা চালাতে হবে। 



থ্যালাসেমিয়া রোগীরা কি  খাবার খাবে  নাঃ-


অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে নিয়মিত রক্ত নিতে হয়।  এবং বারবার শরীরের রক্ত নেওয়ার কারণে অতিরিক্ত আয়রন জমা হয়।  তাই খুব সহজেই আমরা বুঝতে পারি অতিরিক্ত আয়রন আমাদের শরীরের জন্য ক্ষতিকর।  অতএব  আয়রন যুক্ত খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত আয়রনের ফলে আমাদের শরীরের যে  বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আছে সেগুলো নষ্ট হয়ে যায় যেমনঃ হার্ট, লিভার,  কিডনি ইত্যাদি।   তাই থ্যালাসেমিয়া রোগীদের  খাবারের ক্ষেত্রে এমন খাবার বেছে নিতে হবে যেগুলোতে তুলনামূলক  আয়রনের পরিমাণ কম থাকে।




অতিরিক্ত আয়রন সমৃদ্ধ খাবারঃ


মাংসঃ-মাংস বলতে বোঝানো হচ্ছে গরুর মাংস,  খাসির মাংস,  মহিষের মাংস, মুরগির  মাংস ।  গরুর কলিজা,  খাসির কলিজা,  মহিষের কলিজা , মুরগির কলিজা। শুধু মাংস এবং কলিজায় আয়রন আছে সেটি আমরা জানি অধিকাংশ মানুষ জানি না যে মাংস এবং কলিজা ছাড়াও পশুর যে গুর্দা আছে এতেও রয়েছে প্রচুর পরিমাণ আয়রন।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla


Read More>>গলা ব্যথা হলে করণীয় কি

ডিমঃ-ডিম রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন।ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কুসুমে থাকে প্রচুর পরিমাণ আয়রন।  


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>স্বাস্থ্য নিয়ে উক্তি

 মাছঃ-আমরা সকলেই জানি সামুদ্রিক মাছে আছে প্রচুর পরিমাণে আয়রন। যেটি থ্যালাসেমিয়া রোগীদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। 


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>কপালে ছোট ছোট ব্রণ দূর করার উপায়

ফলঃ-কিছু ফল আছে যেগুলো উচ্চমাত্রায় আয়রন সমৃদ্ধ যেমনঃ পেয়ারা,  বেদানা,  বাদাম,  কিসমিস এবং আঙুর ইত্যাদি।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা

ছোলাঃ-ছোলার ডালে প্রচুর পরিমাণ আয়রন আছে।যেটি থ্যালাসেমিয়া রোগীদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। 


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

Read More>>ঘুমানোর সঠিক নিয়ম

শাকসবজিঃ-কচু শাক,  লাল শাক এবং পালং শাক  এগুলোতে সাধারণত আয়রন বেশি থাকে।যেটি থ্যালাসেমিয়া রোগীদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। 


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

 

Read More>>হরমোন বেশি হলে কি হয়

থ্যালাসেমিয়া রোগীরা কি খাবার খাবেঃ-


থ্যালাসেমিয়া  রোগীদের ক্ষেত্রে  কম আয়রন যুক্ত খাবার খেতে হবে।  আমাদের খাবার খাওয়ার পূর্বে ভাবতে হবে অথবা জেনে নিতে হবে কোন খাবারগুলোতে আয়রন কম আছে।  আয়রন কম আছে এ ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে। 


আয়রন কম আছে এ ধরনের ফলঃ-আইরন কম আছে এ ধরনের খাবারগুলো হচ্ছে । টক জাতীয় ফল যে ফলে আছে ভিটামিন সি যেমনঃ কমলা,  তেতুল,  মাল্টা,  লেবু ,  জাম্বুরা এবং আমলকি ইত্যাদি।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

 

Read More>>ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়

আয়রন কম আছে এমন কিছু মাছঃ-মাছের মধ্যেও এমন অনেক মাছ আছে যেগুলোতে আয়রনের পরিমাণ খুবই কম যেমনঃ শোল মাছ , পুঁটি মাছ ,  টাকি মাছ,   ভাটা মাছ ইত্যাদি। 


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla

শাকসবজিঃ-বাঁধাকপি,  মিষ্টি আলু  , করল্লা,  উসতে  ইত্যাদি।  এই জিনিসগুলোতে তুলনামূলক আয়রন কম থাকে। কম আয়রন আছে এ ধরনের শাকসবজি গুলো আমরা খুব সহজেই খেতে পারি।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা Thalassemia Symptoms In Bangla


মসুর  ডালঃ-মসুর ডালের তুলনামূলক কম আয়রন থাকে।  অতএব থ্যালাসেমিয়া রোগীরা মসুর ডাল খেতে পারবে।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা/Thalassemia Symptoms In Bangla


চাল,  ময়দা ,  আটা,  এবং পাউরুটি এগুলোতে সাধারণত আয়রনের পরিমাণ কম থাকে।


এভাবে থ্যালাসেমিয়া রোগীরা একটু বেঁচে যদি খাবার  খাই তাহলে আমাদের শরীরে কম পরিমাণে আয়রন ঢুকবে এবং আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারব।  আয়রন বেশি হওয়ার কারণে  আমাদের যে রোগে ভুগতে হবে সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ