চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay


Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়

মানুষের মনের কথা চোখের মাধ্যমের প্রকাশ পায়। চোখের মাধ্যমেই মানুষের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। চোখের সৌন্দর্য মানুষের চেহারাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে  তোলে। আমাদের চোখের পাপড়ি  যত বেশি ঘন ও কালো হবে আমাদের চোখকে ততবেশি সুন্দর ও আকর্ষণীয় দেখাবে। আমাদের চোখের পাপড়ি  যত ঘন  ও দীর্ঘ হয় এটি  তত বাঁকানো থাকে যার ফলে আমাদের চোখকে আরো সুন্দর ও মায়াবী লাগে। আমাদের মধ্যে অনেকেই আছে  যাদের চোখের পাপড়ি এমনিতেই অনেক ঘন। 

যাদের চোখের পাপড়ি  খুবই পাতলা তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু সে পদ্ধতি গুলো কেবলমাত্র ক্ষণিকের জন্য। চোখের পাপড়ি স্থায়ীভাবে ঘন ও স্থায়ীভাবে সুন্দর করার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। 

চোখের পাপড়ি ঘন করা জন্য কিছু টিপসঃ-

১) প্রতিদিন নিয়ম করে চোখের পাপড়িতে  ভিটামিন ই ক্যাপসুল লাগাতে হবে।

২) একদম অতিরিক্ত প্রয়োজন ছাড়া আইল্যাশ গ্লু দিয়ে আইল্যাশ লাগানো যাবে না।

৩) আমরা চোখের মেকআপ এর জন্য যে সব প্রোডাক্ট ব্যবহার করি তা অবশ্যই ভালো এবং বিশ্বস্ত কোম্পানির হতে হবে।

৪) অবশ্যই নিয়মিত চোখের পাপড়ি পরিষ্কার করতে হবে।

৫) চোখের পাপড়িতেও অনেক সময় খুসকি হতে পারে সেই বেপার এ সতর্ক থেকে অবশ্যই তা প্রতিরোধ করতে হবে।

৬) সম্পূর্ণ খুব ভালো করে না বুঝে বা না জেনে কখনোই আইল্যাশ কোঁকড়া করার মেশিন ব্যবহার করা যাবে না।

৭) চোখের পাপড়ি কখনোই খুব বেশি টানাটানি বা চুলকানো যাবে না।

৮) চোখের মেকআপ না উঠিয়ে কখনো ঘুমানো যাবে না। সারা রাত যদি এই সকল প্রোডাক্ট চোখে থাকে তাহলে এরা চোখের পাপড়ির অনেক ক্ষতি করে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়

চোখের পাপড়ি ঘন করার ঘরোয়া উপায়ঃ-

পেট্রোলিয়াম জেলিঃ- পেট্রোলিয়াম জেলিও চোখের পাপড়ি ঘন করতে খুবই কার্যকর ভুমিকা পালন করে। তাই প্রতিদিন রাতে একটি পুরোনো মাশকারা ব্রাশে অল্প পরিমানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে চোখের পাপড়িতে লাগাতে হবে এবং সকালে উঠে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা

তেলঃ- দৈনিক রাতের বেলা ঘুমানোর পূর্বে সরিষার তেল, নারকেল তেল বা ক্যাস্টর অয়েল অল্প পরিমানের নিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে নিতে হবে।এর ফলে চোখে নতুন পাপড়ি গজাতে শুরু হবে। 

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>চোখ উঠলে করণীয়

ভিটামিন ই ক্যাপসুলঃ- চোখের পাপড়ি ঘন করতে ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই প্রতিদিন ঘুমানোর আগে চোখের পাপড়িতে ভিটামিন ই ক্যাপসুল লাগানো যেতে পারে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

গ্রিন টিঃ- গ্রিন টি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী উপাদান। এটি যেমন আমাদের শরীরকে ডিটক্সিফাই করে ঠিক তেমনি আমাদের  চোখের পাপড়ি ঘন করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 
তাই প্রতিদিন রাতে গ্রিন টি 10 থেকে 15 মিনিট পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে চোখের পাপড়িতে লাগাতে হবে এবং তারপর সকালে উঠে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।  এতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

শিয়া বাটারঃ- এই উপাদানটি ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান এবং এটি এর পাশাপাশি চোখের পাপড়ি ঘন করতে সাহায্য করে। শিয়া বাটারে ভিটামিন ই থাকায় এটি চোখের পাপড়ি ঘন করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে।  তাই প্রতিদিন নিয়ম করে রাতের বেলায় চোখের পাপড়িতে শিয়া বাটার লাগিয়ে রেখে সকালে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>চোখের নিচের কালো দাগ সারানোর উপায়

অ্যালোভেরা জেলঃ-  একটি পুরনো মাশকারার ব্রাশে অ্যালোভেরা জেল নিয়ে সারারাত চোখের পাপড়িতে লাগিয়ে রাখতে হবে।  
এর পর সকালে উঠে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে ভালো ফলাফল পাওয়া যাবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>মুখের বিচি কমানোর উপায়

জোজোবা অয়েলঃ-  এক চামচ জোজোবা অয়েল এর সাথে দুই ফোটা এসেন্সিয়াল অয়েল ও অ্যালোভেরা জেল মিক্স করে প্রতিদিন কমপক্ষে দুইবার চোখের পাপড়িতে লাগাতে হবে। এরপর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>বাচ্চাদের দ্রুত জ্বর কমানোর উপায়

অলিভ অয়েলঃ-  অলিভ অয়েল হল ত্বকের যত্নে বহুল ব্যবহৃত একটি উপাদান। তাই প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে পুরানো মাশকারা ব্রাশে  অলিভ অয়েল নিয়ে চোখের পাপড়িতে লাগালে খুব ভালো ফলাফল পাওয়া যাবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>শ্বাসকষ্ট হলে করণীয়


ম্যাসাজঃ- যেকোনো ধরনের তেল কয়েক ফোঁটা হাতের আঙ্গুলে নিয়ে চোখের পাপড়িতে ভালো করে  ম্যাসাজ করতে হবে। এর ফলে খুব দ্রুতই চোখের পাপড়ি লম্বা এবং ঘন হবে।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>মুখের কালো দাগ দূর করার উপায়

ডিমঃ-  1 চা-চামচ গ্লিসারিনের  সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে ঘন করে একটি প্যাক তৈরি করতে হবে। কটনবারের সাহায্যে প্যাকটি  ভালো করে চোখের পাপড়িতে লাগিয়ে নিতে হবে। এর ফলে আশা করি খুব ভালো ফলাফল পাওয়া যাবে। 

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>খুব তাড়াতাড়ি চিকন হওয়ার উপায়

পুষ্টিকর খাবারঃ- চোখের পাপড়ি ও চুল ঝরে যাওয়া অন্যতম একটি প্রধান কারণ হলো শরীরে পুষ্টি ও ভিটামিন এর অভাব। তাই প্রতিদিন ভিটামিন, ফ্যাটি এসিড এবং  প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া। যেমন মাছ,মাংস, বাদাম, ডিম,ফল ইত্যাদি।

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay

Read More>>নাকের কালো দাগ দূর করার উপায় 

পরিষ্কার পরিচ্ছন্নতাঃ- খুব বেশি মেকআপ প্রডাক্ট  চোখে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন সকল ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে এবং 
অবশ্যই ঘুমানোর পূর্বে সবসময় সব মেকআপ রিমুভ করে ভালো করে নাক মুখ ধুয়ে ঘুমাতে হবে। তা  না হলে এ মেকআপ প্রোডাক্ট গুলো যেমন ত্বকের ক্ষতি করে তার পাশাপাশি চোখের পাপড়িগুলোকে ডেমেজ করে দেয়। যার ফলে চোখের পাপড়ি গুলো ঝরে যায় 

চোখের পাপড়ি ঘন করার উপায়/Chokher Papri Boro Korar Upay


উপরিউক্ত টিপসগুলো ব্যবহার  করলে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে  চোখের পাপড়ি  ঘন এবং সুন্দর করা  যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ