নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়
একজন নারীকে সুন্দর ও আকর্ষণীও করার জন্য তার চেহারার পাশাপাশি তার হাত ও পা ও বিশেষ ভূমিকা পালন করে। বেশিরভাগ নারীই শুধু তাদের রূপ নিয়েই ব্যস্ত থাকে হাত পা-এর দিকে তাদের কোন খেয়ালই থাকে না। অনেকেই আছে যারা হাত-পা দেখে সৌন্দর্য বিচার করে, সে ক্ষেত্রে আমাদের উচিৎ হাত-পা এর দিকে বিশেষ খেয়াল রাখা। আর এ হাত-পা এর সৌন্দর্য বৃদ্ধিতে নখ অনেক বড় ভূমিকা পালন করে। সাদা ঝকঝকে সুন্দর নখ আমাদের হাত-পায়ের সৌন্দর্যকে কয়েকগুণে বাড়িয়ে দেয়। তাই আমাদের হাত-পায়ের নখের প্রতি যত্ন নেওয়া উচিৎ।
নখ সুন্দর ও সাদা করার জন্য আমাদের কি করা উচিৎ!
লাল, সবুজ, হলুদ, গোলাপি রঙের নেইল পলিশ কিংবা নেল পেইণ্ট করে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। তবে এই নেইল পলিশ কিংবা নেল পেইণ্ট উঠিয়ে ফেললেই বের হয়ে আসে নখের আসল চেহারা।হাতের ঘোলাটে ও ময়লা নখ হাতের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই জেনে নেওয়া যাক নখ সাদা ও সুন্দর করার কিছু ঘরোয়া উপায়।
Read More>>ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়
নখ সাদা ও সুন্দর করার কিছু ঘরোয়া উপায়ঃ-
টুথপেস্ট:- আমরা যেভাবে দাঁত ব্রাশ করি ঠিক সেভাবেই নখ ব্রাশ করতে হবে। সামান্য টুথপেস্ট ব্রাশে নিয়ে নখ ঘষতে হবে। কয়েকদিন এই পদ্ধতি অবলম্বন করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>নাক বন্ধ হলে করনীয়
লেবুর ও বেসন:- একটি পাত্রে কিছু পরিমাণ লেবুর রস ও বেসন একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নখে লাগাতে হবে। এর ফলে খুব দ্রুত নখ সাদা হয়।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়
ডেনটিউর ক্লিনার:- দাঁতের মাড়ি পরিষ্কার করার জন্য এক ধরণের ট্যাবলেট আছে ।
সেই ট্যাবলেট একটি পাত্রে গরম পানি নিয়ে ট্যাবলেটটি মিশিয়ে নিয়ে সেই পানিতে ৫ মিনিট ধরে হাতের নখ ডুবিয়ে রাখতে হবে এবং পরে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ভাল ফলাফল পাওয়া যাবে।
Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়
বেস কোট:- আমাদের মধ্যে যারা নিয়মিত নেইল পলিশ ব্যবহার করে তাদের নখের সাদা ভাব ধরে রাখতে বেস কোট খুবই উপকারি। তাই সবসময় নেইল পলিশ ব্যবহার করার পূর্বে অবশ্যই বেস কোট লাগানো উচিৎ। এতে নখ সুন্দর থাকে।
Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়
মইশ্চারাইজার:- শীতকাল হোক কিংবা গরমকাল আমরা আমাদের ত্বক সুন্দর রাখতে সবসময় মইশ্চারাইজার ব্যবহার করি। ঠিক তেমনি হাতের ও পায়ের নখ সুন্দর রাখতে হলে নখে ব্যবহার করতে হবে মইশ্চারাইজার। এটি নখ সুন্দর করতে অনে সাহায্য করে।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা
নেল হোয়াইটনিং পেনসিল:- নখ সাদা করার জন্য দোকানে নেল হোয়াইটনিং পেনসিল কিনতে পাওয়া যায়। এছাড়াও সম্পূর্ণ ম্যানিকিউরের কিট কিনে বাড়িতে বসেই ম্যানিকিউরের করা যেতে পারে। এর ফলে নখ সুধু সাদাই হবে না সাথে সুন্দরও থাকবে।
Read More>>চোখ উঠলে করণীয়
বেকিং পাউডারঃ-হাত-পায়ের নখ সুন্দর ও সাদা করতে বেকিং পাউডার অনেক উপকারী। একটি পাত্রে ১ চামচ বেকিং পাউডার ও লেবুর রস মিশিয়ে নখ এ লাগাতে হবে এবং ১০ মিনিট অপেক্ষা করতে হবে।
এর পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে আমাদের নখ সুন্দর অ সাদা হবে।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার
আপেল সিডার ভিনিগার ও রসুনঃ-কেউ যদি নখ অনেক দ্রুত বড় ও সুন্দর করতে চায় তবে একটি পাত্রে ১ চামচ আপেল সিডার ভিনিগার ও ১ চামচ রসুনবাটা মিক্স করে নখে লাগাতে হবে। আশা করি ১ সপ্তাহের মদ্ধেই ভাল ফলাফল চোখে পরবে।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
Read More>>ভ্রু ঘন করার উপায়
দই,এলোভেরা ও চালের গুঁড়োঃ- রক্তস্বল্পতা বা এনিমিয়ার কারণে অথবা অনেক বেশী পানির সংস্পর্শে আসলে নখ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এর কারণে নখে দই, এলোভেরা ও চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে আস্তে আস্তে নখে লাগাতে হবে ফলে নখ সুন্দর করে বড় হবে ও ভাঙ্গার প্রবণতা কম থাকবে।
নখ সাদা করার উপায়/Ways To Whiten Nails In Bangla |
0 মন্তব্যসমূহ