চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>খামচির দাগ দূর করার উপায়
আমাদের মধ্যে কমবেশি সকলেই চোখের নিচের কালো দাগে ভোগে।চোখের নিচের কালো দাগ এর ফলে আমাদের চেহারার সৌন্দর্য সঠিকভাবে প্রকাশিত হয় না। কথায় আছে মানুষের মনের ভাব তার চোখের মাধ্যমে প্রকাশ পায়। মেয়েদের সৌন্দর্য তাদের চোখ, ত্বক, চুল এবং নখের মাধ্যমে প্রকাশ পায়। তাই আমাদের উচিত এইসকল অঙ্গের বিশেষ যত্ন নেয়া। যদি আমাদের চোখের নিচে ফোলা ভাব এবং কালো দাগ থাকে তাহলে এটি আমাদের সৌন্দর্য প্রকাশে বাধা দেয়। যদিও এখন বিভিন্ন ডার্ক সার্কেল সরানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম কিনতে পাওয়া যায়। কিন্তু এতে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই আমাদের উচিত ঘরোয়া উপায়ে সকল সমস্যার সমাধান খোঁজা।
কোন সমস্যার সমাধান খোঁজার আগে আমাদের জানতে হবে সমস্যা কি কেন হয়।
Read More>>দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়
চোখের নিচের কালো দাগের কারণঃ-
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়
২) আমরা যখন মানসিক চাপে বা ডিপ্রেশনে থাকি তখন আমাদের চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে ।
৩)আমরা যখন কোন কারনে খুব বেশি কান্না করি তখন দেখা যায় চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে ।
৪)বংশগত কারণে আমাদের চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
৫) আমরা যদি খাবারের সাথে অতিরিক্ত লবণ খাই তাহলে আমাদের চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
৬) আমাদের মধ্যে যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে তাহলে চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
৭)আবার যদি আমাদের ঘুম কম হয় তাহলেও চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
৮) আমাদের শরীরে যদি পানিশূন্যতা দেখা দেয় তাহলেও চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
৯) আবার যদি আমাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় তখনো চোখের নিচে ফুলে যায় এবং কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
১০) আবার যখন কেউ অতিরিক্ত ধূমপান করে তখন চোখের নিচে ফুলে যায় এবং চোখের নিচে কালো দাগ বা কালো দাগ বা ডার্ক সার্কেল পরে।
Read More>>নাক বন্ধ হলে করনীয়
চোখের নিচের কালো দাগ সরানোর উপায়ঃ-
কাঁচা হলুদঃ- আমরা সকলেই কম বেশি জানি ত্বকের যত্নে হলুদ এর কোনো বিকল্প নেই। তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদের সাথে আমন্ড তেল বা নারিকেল তেল মিক্স করে চোখের নিচে ভালভাবে লাগিয়ে নিতে হবে এবং এটি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়
দইঃ- দইয়ে থাকে হাইড্রোক্সি এসিড যা নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এর পাশাপাশি দই আমাদের চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। দইয়ের সাথে গোলাপজল এবং মধু মিক্স করে একটি প্যাক তৈরি করতে হবে। তারপর সেটি চোখের নিচে ভালভাবে লাগিয়ে নিতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়
টি ব্যাগঃ- একটি ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপর সেটি চোখ বন্ধ করে চোখের ওপর দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা যদি এটি নিয়মিত ব্যবহার করি তাহলে খুব সহজে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়
কফিঃ- কফি ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। একটি পাত্রে সামান্য পরিমাণ কফি পাউডার নিয়ে তার সাথে মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।
তারপর সেই প্যাকটি চোখের নিচ সহ সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। তারপর যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা
শসাঃ- প্রায় সব ধরনের কালো দাগ দূর করতেই শসা খুবই উপকারী। সামান্য পরিমাণ করে তার সাথে দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। তারপর সেইপ একটি ফ্রিজে রেখে দিতে হবে এবং ঠান্ডা হওয়ার পরে সেটি চোখের নিচে এপ্লাই করতে হবে। এই প্যাকটি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে চোখের নিচের কালো দাগ চলে যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>চোখ উঠলে করণীয়
আলুঃ-একটি আলু ছোলা সহ ব্লেন্ড করে নিয়ে চোখের নিচে ভালো করে লাগিয়ে রাখতে হবে তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার
কাজুবাদামঃ- সামান্য পরিমাণ কাজুবাদাম বেঁটে গুঁড়া করে নিতে হবে তারপর এর সাথে পরিমাণমতো দুধ অ্যাড করতে হবে এবং
এই মিশ্রণটি চোখের নিচে ভালো করে লাগিয়ে রাখতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এটি ব্যবহার করলে খুব সহজে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>ভ্রু ঘন করার উপায়
টমেটোঃ- টমেটো ত্বকের জন্য খুবই উপকারী উপাদান। 1 চা-চামচ টমেটো এবং লেবুর রস একসঙ্গে মিক্স করে চোখের নিচে লাগাতে হবে। তারপর শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়মিত ব্যবহার করলে থেকে মুক্তি পাওয়া যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>মুখের বিচি কমানোর উপায়
দুধঃ- দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর কিছু পরিমাণ ঠান্ডা দুধ একটি পাত্রে নিয়ে একটি তুলোর বল ভিজিয়ে চোখে লাগাতে হবে এবং 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>বাচ্চাদের দ্রুত জ্বর কমানোর উপায়
কমলাঃ- কমলার রস ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এর সাথে ভিটামিন ই ক্যাপসুল এবং সামান্য পরিমাণে গ্লিসারিন অ্যাড করে নিতে হবে।
আমরা যদি এটি নিয়মিত ব্যবহার করি তাহলে খুব সহজে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>শ্বাসকষ্ট হলে করণীয়
বাদাম তেলঃ-বাদাম তেল ত্বকের জন্য খুবই উপকারী। তাই আমাদের উচিত প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে চোখের নিচের কালো দাগের ভালো করে বাদাম তেল লাগিয়ে ঘুমোতে যাওয়া। এতে খুব দ্রুত এবং সহজে চোখের নিচের কালো দাগ দূর হবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>মুখের কালো দাগ দূর করার উপায়
ডিমঃ- ডিম আমাদের বলিরেখা দূর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি ত্বককে টানটান করতে সাহায্য করে। প্রথমে একটি ডিমের সাদা অংশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এর সাথে সামান্য পরিমাণ গোলাপজল অ্যাড করে নিতে হবে এবং দুটি উপাদান ভাল করে মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে চোখের নিচে এপ্লাই করতে হবে। এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>খুব তাড়াতাড়ি চিকন হওয়ার উপায়
গোলাপ জলঃ- একটি পাত্রে গোলাপ জল নিয়ে কার ভেতরে দুটি কটন প্যাড ডুবিয়ে রাখতে হবে।
তারপর সেই কটন প্যাডটি 15 থেকে 20 মিনিটের জন্য চোখ বন্ধ করে চোখের উপর দিয়ে রাখতে হবে। আমরা যদি এই পদ্ধতিটি দিনে দুইবার ব্যবহার করি তাহলে আশা করি খুব ভালো ফলাফল পাওয়া যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>নাকের কালো দাগ দূর করার উপায়
ধ্যানঃ- শরীর ও মনকে ভালো রাখার একটি সহজ ও কার্যকর উপায় হল ধ্যান করা। যেহেতু দুশ্চিন্তার কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পরে। তাই যদি আমরা নিয়মিত ধ্যান করি তাহলে একদিকে যেমন চোখের নিচের কালো দাগ কমবে অন্যদিকে আমাদের শরীর ও মন ভালো থাকবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
পুদিনা পাতাঃ- পুদিনা পাতা খুবই উপকারী একটি উপাদান এটি যে কোনো ধরনের কালো দাগ বা ডার্কসার্কেল দূর করতে সাহায্য করে। সামান্য পরিমাণ পুদিনা পাতার গুড়োর সাথে পরিমান মত পানি অ্যাড করে নিতে হবে। তারপর সেটি চোখের নিচের কালো দাগের লাগিয়ে নিতে হবে। এটি নিয়মিত ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে।
চোখের নিচের কালো দাগ সারানোর উপায়/ How To Remove Dark Circles In Bangla |
Read More>>ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার
আশা করি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে খুব দ্রুত চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
Read More>>নখ সাদা করার উপায়
0 মন্তব্যসমূহ