মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips.




মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>>নখ সাদা করার উপায়

মুখের কালো দাগ কেন হয়?

মুখের কালো দাগ নিয়ে  মানুষকে অনেক চিন্তিত থাকতে হয়। বিভিন্ন কারনে মুখে কাল দাগ হতে পারে যেমনঃ- রোদে পুড়ে, ব্রণের কারনে, বয়সের প্রভবে ইত্যাদি।মুখের কালো দাগ বা ডার্ক স্পট দূর করার জন্য বাজারে`বিভিন্ন ধরনের  ক্রিম কিনতে পাওয়া যায় কিন্তু সে সব ক্রিম এ অনেক বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই আমাদের উচিৎ মুখের কালো দাগ ঘরোয়া উপায়ে  দূর করার চেষ্টা করা।
মুখের কালো দাগ দূর করার জন্য ঘরোয়া চিকিৎসা শুরু করার পূর্বে আমাদের জানা দরকার মুখের কালো দাগ কেন হয়। মুখের কালো দাগ হওয়ার পিছনে কিছু কিছু কারন রয়েছে,তার মধ্যে কিছু কারন হল :-

সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির কারনে মুখে কালো দাগ হতে পারে।এর প্রধান কারণ হল হাইপারপিগমেন্টেশন  । মেলাসমার কারণে হরমোনাল চেঞ্জ হয় ,অর্থাৎ হরমোনের অসামঞ্জস্যতার কারণে বেশিরভাগ সময় মুখে কালো দাগ হতে পারে। এ ছাড়া ব্রণ, একজিমা এবং অ্যালার্জির প্রতিক্রিয়ায় মুখে বিভিন্ন ধরনের দাগ পরতে পারে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla
                                

Read More>>ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার

মুখের কালো দাগ দূর করার জন্য কিছু ঘরোয়া উপায়ঃ-

লেবুঃ-লেবু আমাদের ত্বকের জন্য উপকারী। লেবুতে থাকে সাইট্রিক এসিড ভিটামিন সি যা আমাদের ত্বকের গারো কালো দাগ দূর করতে সাহায্য করে।  একটি লেবুর সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে তারপর সেই মিশ্রণটি চোখের চারপাশ বাদে  সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। নিয়মিত এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>> দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়

আলুঃ-মুখের কালো দাগ দূর করতে আলু খুবই কার্যকর ভূমিকা পালন করে। আলুতে থাকা বিভিন্ন উপাদান খুব সহজেই কালো দাগ দূর করে দেয়। তাই একটি আলু ভালো করে ছোলাসহ ব্লেন্ড করে তারপর সমস্ত মুখে এপ্লাই করতে হবে।এই পদ্ধতিটি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে খুব সহজেই  মুখের কালো দাগ দূর হয়ে যাবে

                                                          
মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>> ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়

টমেটোঃ-মুখের যেকোনো কালো দাগ দূর করতে টমেটো খুবই উপকারী। টমেটোতে থাকে ভিটামিন সি সহ বিভিন্ন উপাদান  যা আমাদের ত্বকের কালো দাগকে হালকা করে। তাই আমরা চাইলে একটি টমেটো ব্লেন্ড করে মুখে লাগাতে পারি। এর ফলে খুব সহজেই মুখের কালো দাগ দূর হবে । 


মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla
 
পেঁপেঃ- পাকা পেঁপেতে ভিটামিন সি থাকে একদিকে যেমন আমাদের মুখের কালো দাগ দূর করে ঠিক অন্যদিকে আমাদের মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। প্রথমে একটি পাত্রে  একটি পাকা পেঁপে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেটি সম্পূর্ণ মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

শসাঃ- শসা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। প্রথমে একটি শসা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও লেবুর রস নিয়ে এটি ফেইস প্যাক বানিয়ে নিতে হবে। 
তারপর সেটি সম্পূর্ণ  নাকমুখে লাগিয়ে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে

                                                      
মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

অ্যালোভেরা জেলঃ- মুখের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেলও খুবই কার্যকরী একটি উপাদান।  আমাদের মধ্যে অনেকেই আছে যারা সরাসরি গাছের অ্যালোভেরা জেল মুখে এপ্লাই করতে পারেনা। সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেলের পাতাটি কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রেখে তারপর সেটি মুখে এপ্লাই করলে আর এলার্জি সমস্যা হবে না।



মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

হলুদঃ-হলুদ একটি প্রাকৃতিক নির্যাস থাকে মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। তাই একটি পাত্রে সামান্য পরিমাণ হলুদ নিয়ে এর সাথে পরিমাণমতো দুধ করতে হবে। তারপর সেই মিশ্রণটি সম্পূর্ণ নাকমুখে ভালোভাবে এপ্লাই করে নিতে হবে এবং এরপর শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।


মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়

বাদাম তেলঃ-বাদাম তেল হলো ভিটামিন ই এর একটি অন্যতম উৎস। তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে মুখের কালো দাগ গুলো তে ভালো করে বাদাম তেল লাগিয়ে রাখতে হবে। এই পদ্ধতিটি দৈনিক অবলম্বন করা হয় তাহলে মুখের কালো দাগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যাবে। 

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়

ভিটামিন ই ক্যাপসুলঃ-যেকোনো ধরনের দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী। আমরা চাইলে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মুখের কালো দাগ গুলো তে ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে রাখতে পারি। ভিটামিন ই ক্যাপসুল একদিকে যেমন মুখের কালো দাগ দূর করে ঠিক তেমনি অন্যদিকে মুখের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। আমরা যদি প্রতিদিন রাতে এই পদ্ধতিতে অবলম্বন করি তাহলে খুব সহজেই মুখের কালো দাগ থেকে রক্ষা পাওয়া যাবে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

আপেল সিডার ভিনেগারঃ- আপেল সিডার ভিনেগার ত্বকের জন্য একটি উপকারী উপাদান। এটি মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং মুখে  উজ্জ্বলতা ফিরিয়ে আনে। মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এবং কালো দাগ দূর করার জন্য আমরা  সামান্য পরিমাণে আপেল সিডার ভিনেগার এবং পানি একসঙ্গে মিক্স করে মুখের কালো দাগে লাগাতে পারি ।এটি খুবই উপকারী একটি উপাদান যার ফলে খুব সহজেই আমাদের মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। 
আমরা খুব দ্রুত মুখের কালো দাগ তোলার জন্য আপেল সিডার ভিনেগার এর সাথে লেবুর রস এবং চিনি অথবা মধু ব্যবহার করতে পারি। এর ফলে খুব দ্রুত মুখের কঠিন কালো দাগ দূর হবে এবং আমাদের ত্বককে সফট রাখতে সাহায্য করবে। আমরা এগুলো লাগিয়ে  ধুয়ে বা মুছে ফেলার পর আমরা যে মশ্চারাইজার ক্রিম ব্যবহার করি সেটি মুখে এপ্লাই করে নেব। 

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

চন্দনঃ- একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত চন্দন এর ফেসপ্যাক মুখে লাগানোর ফলে  ত্বকের নানা রকম রোগ থেকে রেহাই পাওয়া যায় এছাড়া ত্বক কোমল ও মসৃণ হয়।ত্বকে নতুন  কোষ তৈরি  করতে সাহায্য করে।এছাড়া এই ফেসপ্যাকটি আপনার বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ত্বক টানটান রাখে।এ প্যাকটি তৈরি করার জন্য চন্দন পাউডার2 চা চামচ, কাঁচা দুধ  দুই চামচ এবং এক চা চামচ টমেটোর রস।সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরিকরতে হবে।
  
মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই প্যাকটি  ভালোভাবে মুখে লাগাতে হবে। আমাদের উচিত যেকোনো প্যাক মুখে লাগানোর আগে অবশ্যই ভালোভাবে  মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া। তাই মুখের কালো দাগ দূর করতে চন্দন ব্যবহারের কোনো বিকল্প নেই। 
মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

কমলার খোসাঃ- কমলার খোসায় থাকা বিভিন্ন উপাদান আমাদের মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে। কমলার খোসা একদিকে যেমন ত্বককে উজ্জ্বল করে ঠিক তেমনি অন্যদিকে ব্রণের সমস্যা দূর করতেও সাহায্য করে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

গোলাপজলঃ- যেকোনো কালো দাগ দূর করতে গোলাপ জল এর কোন বিকল্প নেই। তাই গোলাপ ফুলের পাপড়ি গোলাপ জলে ভিজিয়ে রেখে তারপর সেটি মুখে লাগাতে হবে। নিয়মিত এটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মুখের কালো দাগ দূর হয়ে যাবে। 

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla

Read More>>হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার

যে কোন প্যাক ব্যবহারের পূর্বে আমাদের বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। যদি কোন প্যাক ব্যবহারের পর যদি আমাদের  নাক মুখে জ্বালাপোড়া বা এলার্জি জাতীয় কোন সমস্যা হয় তাহলে অবশ্যই সেটি যত দ্রুত সম্ভব খেয়ে ফেলতে হবে।

মুখের কালো দাগ দূর করার উপায়/Dark Spots Removal Tips In Bangla


Read More>>চোখ উঠলে করণীয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ